দিক হারা
শংকর ব্রহ্ম
এখন বেড়াতে গেলে শিশিরের কাঁচে কাটে পা
বাড়িতে ফেরার পথ আর খুঁজে পাওয়া যায় না,
এখন পথের মধ্যে দাঁড়িয়ে একাকী আমি ভাবি
কোথায় হারিয়ে গেছে জানি না ঘরের ঠিক চাবি।
তারপর পথ ভুলে চলে যাই দূর কোন দেশে
ঘরে ফেরার কথা অনায়াসে যাই ভুলে শেষে,
এই ভাবে ঘুরে ফিরে দাঁড়িয়ে পথের মোড়ে একা
খাবি খাই স্বপ্নের ঘোরে যদি পাই তার কোন দেখা,
যে আমাকে নিয়ে যাবে ঘরের সঠিক পথে ঠিক
আসবে সেই চাবি হাতে না করেই ভুল কোন দিক।