দ্বিধা নেই
শংকর ব্রহ্ম
একটি বকুল গাছ ঝুঁকে আছে নদীর কিনারে
কেউ এর মানে খোঁজে নির্জন দুপুরে?
অথচ বকুল তুমি ঝুঁকে এলে নিকটে আমার
লোকে কেন মানে খোঁজে তার?
এই যে সেজেছো তুমি বসন্ত বাহার
এতে আমার তো ভূমিকাই নেই
লোকে তবু আড় চোখে
আমাকে একবার কেন দেখবেই?
সাজলে অচেনা লাগে তোমাকে আমার
এর কোন মানে হয়?
চেনাকেই যদি এতটা অচেনা লাগে
লোকে বলে এতটা ন্যাকামো মোটে ভাল নয়
এই যে এখানে থাকা, থেকে যাওয়া শুধু
এর কোন মানে হয়?
গূঢ় কোন মানে আছে তাই থেকে যাওয়া
নতুবা তীব্র স্রোতে ভেসে যেতে
কোনও দ্বিধা নেই।