ধনেপাতা                  
শংকর ব্রহ্ম

                
"এই প্রেম জন্ম এর আলোর জন্মের বহু আগে
যখন থাকবে না আলো  তখনও থাকবে ভালবাসা"
-(আরব্য রজনী)
          
পৌষের সকালে এক, হিমেল শীতের হাওয়ায়
বাজারে তোমার সঙ্গে দেখা অকস্মাৎ বহুকাল পর
এক আঁটি ধনেপাতা উপহার দিয়ে ছিলে তুমি
                                    কেন তা জানি না
জানি লোকে ফুল ফল মিষ্টিও উপহার দেয়
কিন্তু পাতা?            
তাও আবার ধনেপাতা? শুনিনি কখনও।

                      তুমি আজ রয়েছো কোথায়,
আছো যে কেমন? কিছুই জানি না।
শুধু জানি আমার নিকটে তুমি
                      ধনেপাতা গন্ধ হয়ে আছো।
আজকাল ধনেপাতা ঘরে এলে পরে
মনেহয় যেন তুমি এলে বহুকাল পরে    
                         এক পৌষালী সকালে।