ধাক্কা মারুন
শংকর ব্রহ্ম
এই যে হৃদয়
এইখানে আজ বাস করে এক দুঃখী মানুষ
নেই তার মান নেই তার হুশ
আছে কেবল থাকার মধ্যে নিঃস্ব হৃদয়
সেখানে রাখছে লিখে মনের সকল গোপন ভয়
অন্য সবার দুঃখ ব্যথায় হৃদয় যে তার জর্জরিত
তবুও সে নয় তো ভীত
এই সমাজের নিঃস্ব যারা তাদের মতো
ভবিষ্যতে কি হবে তার কিংবা তাদের
এসব কথা ভাবতে বসে হৃদয় কাঁদে
তবু চোখে আসে না জল জ্বলে মনে তীব্র আগুন
সবাইকে সে ডেকে বলে এবার সবাই একটু জাগুন
একটু না হয় রেগে আগুন হয়ে
এই সমাজের অবিচার আর অত্যাচারের
বন্ধ দ্বারে সজোরে এক ধাক্কা মারুন