চাওয়া
শংকর ব্রহ্ম
যাকে চাই তাকে পাই না যখন
তখন কি আর করি?
তাকে নিয়ে আমি মনে মনে কত
স্বপ্নের ঘোর গড়ি।
তাকে তা বলি না
মনও খুলি না
যখন সে আসে কাছে
ভুল বুঝে যদি হেলাফেলা করে
হাসে সে কখনও পাছে।
যাকে চাই তাকে পাব যে নিজেই
এমন কি মানে আছে?
তবু তাকে চাই
মনে প্রাণে ভাই
সে চাওয়া শুধু তো আমার,
আমার এ'চাওয়ায় বল না যে হায়
কিবা আসে যায় তার?