চিঠি
শংকর ব্রহ্ম
কে বা আজ চিঠি লেখে কা'কে
চিঠির ভিতরে কত ইচ্ছে দানা বেঁধে থাকে
কত স্বপ্ন চিঠির ভিতরে
লজ্জ্বায় লুকিয়ে মুখ ঢাকে
হৃদয় পোড়ানো থাকত কিছু কথা
মনে দিত ক্ষণিক সুখের ব্যথা
সে সব আর এখন কে বা মনে রাখে?
চিঠি লিখবার আজকাল
এত সময় কোথায়?
বরং মেসেজে দু'কথা লিখে
পার পাওয়া যায়।
নীল খামে চিঠি লেখা
সে সব ছিল এককালে
সেই সব সুমধুর সুখ
আজ আর নেই যে কপালে।
প্রেমপত্র লেখার জন্য
বিশেষজ্ঞ তখন পাওয়া যেত
ইনিয়ে বিনিয়ে তারা লিখত
সব মন গলানো কথা কত।