চাওয়া পাওয়া
শংকর ব্রহ্ম
সবকিছু চাইলেই হাতে পাওয়া যায় না
ভুলে যেতে চাইলেই ভুলে যাওয়া যায় না।
হয় তো আমাকে কেউ মনে প্রাণে চায় না
তবু সে আমাকে কেন সদা ভুলে যায় না?
কবিতাকে ভুলে থেকে কেন দিন যায় না?
ভুলে যেতে চাইলেই ভুলে থাকা যায় না।
হয় তো বা নিরামিষ কেউ ভাল খায় না
তবুও আমিষ কেন সে যে খেতে পায় না?
যে আমাকে পেতে চায়,কেন কাছে পায় না?
দেখি, চাইলেই সবকিছু সকলে যে পায় না।