চাঁদের পাহাড়
শংকর ব্রহ্ম

মেয়েরা সবাই যেন বাগানের ফুল
    দেখতে পার সবাইকে ছুঁতে আছে মানা
ছুঁলে পরে অন্য কেউ আত্মজন ছাড়া
     দিতে হতে পারে তাকে বড় জরিমানা

পাথর গর্জন করে যদি
                     নদী তবে দু'হাত বাড়ায়
তাই দেখে আকাশের চাঁদ
                      অকস্মাৎ থমকে দাঁড়ায়

রমণীরা কারও জন্য অপেক্ষা করে না
          নদীর মতোই তার অব্যাহত গতি
রমণীরা কষ্ট পায় খুব তবু সহজে মরে না
থাক তার পতি কিংবা হোক সে অসতী

গাছের শাখায় চাঁদ লটকে যদি থাকে
              নদী তবে কাছে ডাকে তাকে
তাই দেখে পাথর গর্জন করে ওঠে
   চাঁদ তাকে দু'হাত বাড়িয়ে কাছে ডাকে