চৈতন্য
শংকর ব্রহ্ম
হোস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে
তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে
সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয়।
হাসপাতালে নার্স কিংবা
জুনিয়ার ডাক্তারের অস্বাভাবিক মৃত্য হলে পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার আগে নয়,
প্রথমে আত্মহত্যা বলে
তাকে চালানোর চেষ্টা হয়
কেঁচো খুঁড়তে গিয়ে
সাপ বেরিয়ে পড়ে,
তা দেখে জনগণের মধ্যে
বিক্ষোভ ছড়িয়ে পড়ে
তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়ে
সাময়িকভাবে দায় সামলানো হয়।
এইভাবে ঘটনা ঘটে যাবার পরে
আমাদের চৈতন্য উন্মেষ হয়
তার কিছুদিন পর
আবার চৈতন্য সব লোপ পেয়ে যায়।