ব্যর্থ প্রয়াস
শংকর ব্রহ্ম
ইদানিংকালের সাহিত্যের কথাবার্তা
বলতে যাওয়ার আগেই মনেহয়
সাহিত্যে কথা আছে ফালতু অনেক
কিন্তু তেমন কোন নতুন বার্তা কই?
সংবাদ মূলতঃ কাব্য হলে
তাতে কোন নূতন বার্তা থাকবে না?
এতে মাথা ভরে ভারী হয়ে গেলেও
মন আর ভরে কই?
হয় তো নেই কিংবা হয় তো আবার আছেও
আমি খুঁজে পাচ্ছি না বলে
নেই বলাটাও ঠিক নয় বোধহয়।
এসব ভাবনা নিয়ে হয় তো কিছু লেখা যায়,
হয় তো আবার লিখে কিছুই বোঝানো যাবে না
অথবা ভুলটাই বুঝবে অনেকে।
এসব নিয়ে কোন কবিতা হয় না জানি
তবুও একটা ব্যর্থ প্রয়াস আর কি !