বোঝাপড়া
শংকর ব্রহ্ম
আমি খুব একা হয়ে যেতে চাই,
খ্যাতির মোহে ছুটছে যারা, ছুটুক তারা
মোহ কেটে গেলে পরে
একদিন তারা ফিরে আসবে নিজেরাই,
আমি নিজে খুব একা হয়ে যেতে চাই।
নিজের সঙ্গে কিছু বোঝাপড়া আছে,
দিন যাপনের গ্লানি নিয়ে
ভেসে যেতে যেতে,
রুখে দাঁড়াতেই আমি,
খুব একা হয়ে যেতে চাই।
পাখিরা হাসবে দেখে,
টিটকিরি দেবে কেউ কেউ,
প্রিয়জন দুঃখ পাবে হয় তো বা,
আমিও কি দুঃখ পাব কম?
তবে সে দুঃখের ভার,
আমি আর কাউকে দেব না।
আমি খুব একা হয়ে যেতে চাই,
নিজের সঙ্গে কিছু বোঝাপড়া আছে,
তবু দূর থেকে, আকূল স্বরে
ডেকে উঠলে কেউ,
সেই ডাক উপেক্ষা করার মতো
কঠিন হৃদয়, এখনও তো করা হয় নাই,
আজ তাই,
আমি খুব একা হয়ে যেতে চাই।