বিভ্রম
শংকর ব্রহ্ম


                                দুইটি শালিখ পাখি
কেন এসে ডেকে যায় ভোরে
আমি তো ঘুমিয়ে থাকি অকারণ শীতঘুমে
ও'দিকে সূর্যকে চুমে পৃথিবীও জাগরিত হয়
নতুন দিবস আসে আলোকিত হয়ে

                 দিন ও রাত্তির শুধু বদলে যায়
আলো আর ছায়া মিশে হয়ে ওঠে মোহময়
ষড়যন্ত্র যেন এক
আবার ভেঙেও যায়
থাকে না তো স্থির দ্রুত বদলে যেত থাকে
সময় বদলে দেয় তোমাকে আমাকে
প্রকৃতির ভিতরে জেগে ওঠে আর এক প্রকৃতি
সবই বিভ্রম মনেহয়
                শুধুমাত্র তুমি আর আমি ছাড়া

নতুন দিবস আসে পুরনো বন্ধুর মতো সব
           আবার একে একে কোথায় হারায়
এভবেই যাওয়া আসা চলে
হাজার বছর ধরে জীবনের জোয়ার ভাটায়