বিশ্ব-শান্তি
শংকর ব্রহ্ম
শান্তি নামের মেয়েটি আজ
হারিয়ে গেল কোন খানে?
বিশ্ব তাকে খুঁজতে গেল
সাগর পাতাল আসমানে।
কোথাও খুঁজে না পেয়ে তাকে
সে ফিরলো না আর ঘরে
বলো না আজ ক'জনে আর
বিশ্ব শান্তির খোঁজ করে?