বিস্মৃত এক কবির স্মৃতিচারণ - (চতুর্থ পর্ব)
শংকর ব্রহ্ম
সজনীকান্ত দাসের শনিবারের চিঠিতে তাঁর 'ভানুমতীর মাঠ' কাব্যগ্রন্থের ভূয়সী প্রসংশা করা হয়েছে।
রবীন্দ্রনাথ তাঁকে তরুণ চাঁদ বলে অভিহিত করে লিখেছিলেনঃ-
"আকাশের চেয়ে আলোক বড়,/
মাগিল যবে তরুণ চাঁদ/
রবির কর শীতল হয়ে/
করিল তারে আশির্বাদ ।"
(সৌজন্যে - মিলন সাগর)।
কবি বুদ্ধদেব বসুর সঙ্গে তাঁর অন্তরঙ্গতা ছিল। বুদ্ধদেব বসু কবিতা পত্রিকা বের করলে এর প্রতি সংখ্যায় তিনি লিখেছেন। An Acre of green grass গ্রন্থে বুদ্ধদেব বসু অশোক বিজয় রাহার কবিতাকে Cooldewy Lyrics বলে অভিহিত করেছেন। কবি বিশ্বভারতীকে যোগদান করলে বুদ্ধদেব বসু লিখেন ‘ভগবান তাঁকে নির্মল রাখতে চান বলেই শান্তি নিকেতনে প্রতিষ্ঠিত করেছেন।’ অশোক বিজয় রাহার বন্ধুভাগ্য খুবই ভালো ছিল। অকালপ্রয়াত কবি প্রজেশ কুমার রায়- কবি অশোক বিজয় রাহাকে তাঁর ‘যাত্রারম্ভ’ কাব্যগ্রন্থ উৎসর্গ করেন। ১৯৫১ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত কবি বিশ্বভারতীতে অধ্যাপনা করেন।
বিশ্বভারতীকে জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করার কারণে অবসর গ্রহণের পরও শান্তি নিকেতনের সকল কাজে নিজেকে জড়িয়ে রাখেন তিনি। অশোক বিজয় রাহা শান্তি নিকেতনে ১৯৯০ সালের ১৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর প্রথম দু'টি কাব্যগ্রন্থ “ডিহাং নদীর বাঁকে” এবং “রুদ্রবসন্ত” সিলেট থেকেই প্রকাশিত হয় ১৯৪১ সালে ।
তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে।, “ভানুমতীর মাঠ” (১৯৪২), “জলডম্বরু পাহাড়” (১৯৪৫), “রক্তসন্ধ্যা” (১৯৪৫) ।
বিশ্বভারতীর সঙ্গে যুক্ত হবার পর প্রকাশিত হয় “উড়োচিঠির ঝাঁক” (১৯৫১), “যেথা এই চৈত্রের শালবন”, “ঘন্টা বাজে! পর্দা সরে যায়” এবং “পৌষ ফসল”।
ইংরেজি, ফরাসি ও স্পেনীয় ভাষাতে তাঁর বহু কবিতা অনুদিত হয়েছে। লীলা রায় তাঁর ' মায়াতরু' কবিতার ইংরেজি অনুবাদ করেছিলেন Enchanted Tree নামে ।
মায়াতরু
------------
" এক যে ছিল গাছ
সন্ধে হলেই দুহাত তুলে
জুড়ত ভূতের নাচ।
আবার হঠাৎ কখন
বনের মাথায় চাঁদ উঠত যখন
ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর
বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর
এক পশলার শেষে
আবার যখন চাঁদ উঠত হেসে
কোথায় বা সেই ভালুক গেল
কোথায় বা সেই গাছ?
মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ
ভোর বেলাকার আবছায়াতে কান্ড হতো কী যে
ভেবে পাইনে নিজে।
সকাল হলো যেই
একটিও মাছ নেই
কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর
রূপালী এক ঝালর। "
Enchanted Tree
---------------------------
The one that was the tree
Raise both hands in the evening
Joining ghost dance.
When again suddenly
When the moon rose at the head of the forest
He used to swell his neck like a bear
When it rained, the fever would come again with tremors
At the end of one posh
Laugh again when the moon rises
Where did that bear go?
Where is that tree?
Millions of diamond fish have become crowns
That is what happens in the morning mist
Think of it yourself.
It's morning
Not a single fish
I just saw glistening light falling
A silver fringe.
রবীন্দ্রনাথকে নিয়ে তাঁর অন্তরঙ্গ আলোচনা গ্রন্থ 'রবীন্দ্র জিজ্ঞাসা' দুটি খন্ডে পাওয়া যায়।