বিস্ময়
শংকর ব্রহ্ম


                          একদিন সবাইকে
চলে যেতে হবে জানি
তবু তা ভাবতে চাই না হায়
                           ভাবলে বাঁচাটাই
আলুনি হয়ে যায়,
হু হু করে কেঁদে ওঠে মন
                জমানো সম্পত্তি আর ধন
পাহাড় হয়ে যেন চাপা দিতে চায়,
তব মানুষ
অন্যকে ঠকিয়ে বেঁচে আনন্দ পায়
                  কী বিস্ময় !  কী বিস্ময়