বিদ্রূপ
শংকর ব্রহ্ম


স্বাধীনতা শব্দটার মানে আসলে কি?
আমরা যে আজও তা বুঝতে পারি নি।
তাই মনে হয় স্বাধীনতাটা কার তোমার আমার
নাকি যাদের ক্ষমতা আছে শুধুমাত্র তার?

স্বাধীনতার সঙ্গে আমাদের নেই কোন লেনা-দেনা
আমরা কারও গোলাম নই নয় যে কারও কেনা।

সাতাসত্তর বছর পরেও আমাদের পেটে নেই খাদ্য
স্বাধীনতার পতাকা তুলতে আমরা কেন বাধ্য?
পকেট থাকে আমাদের সর্বদাই খালি
বাবুরা পতাকা তোলে আমরা বিদ্রূপে বাজাই তালি।