বিবর্তন
শংকর ব্রহ্ম


'মুখে হাসি বুকে বল'
সেই ছেলে কোথা বল?
চারিদিকে চেয়ে দেখি,
বলিহারি, এ'সব কী?
অলীক স্বপ্ন বুকে
বুঁদ হয়ে থাকে সুখে।
সেই ছেলে কোথা বল,
মুখে হাসি বুকে বল?

হারিয়ে গিয়েছে বুঝি,
কালের বিবর্তনে?
নাকি আজও আছে বেঁচে ,
হয়তো বা কারও মনে?