ভুবনের কাছে
শংকর ব্রহ্ম
বহু প্রাপ্তি এখনও ঘটেনি
ভূ্বনের কাছে, রয়ে গেছে কত ঋণ -
এই ভাবে
চোখের দৃষ্টি থেকে
শরীরের শক্তি ধীরে হয়ে আসে ক্ষীণ।
তোমার শরীরে জমে মেদ
যখন আমিষ গন্ধে
জ্যোৎস্না ছড়ায় স্বেদ -
শুধুই কি অকারণ নাকি কোন ভয়?
তা যে আজ স্বপ্ন মনে হয়,
জাগে বিস্ময়।
এই ভাবে বৃক্ষের বয়স বাড়ে
বয়স বাড়ে এই পৃথিবীর।
দিন দিন তোমার আমার প্রেম
হয়ে আসে ক্ষীণ।
বহু ঋণ রয়ে গেছে, তোমার মতন
আরও অনেকের কাছে
বহু প্রাপ্তি ,অকারণে দূরে সরে গেছে।