বেশ করি
শংকর ব্রহ্ম


আসবে তুমি এই না ভেবে
                    ছিলাম আজও অপেক্ষায়
দরজা খুলে তাকিয়ে দেখি
                           হঠাৎ, তুমি বারান্দায়।
আনন্দে মন নাচতে থাকে
                            এখন আমি কি করি?

কষ্ট তুমি অনেক দিলে
                        কিন্ত হঠাৎ কাছে এলে
এরপরে আর কি বলি?
                         তুমি আমার প্রিয় বলে
ইচ্ছে করে তোমায় ধরে
                  আচড়ে কামড়ে শেষ করি,
ইচ্ছে করে জড়িয়ে ধরে
                       আদর করে বেশ করি।