বশ করেছে
শংকর ব্রহ্ম


     ছিলাটানা ধনুকের মতো নদীটির কাছে আসে
একরাশ সাদা বক সারি সারি উড়ে
সময় অস্থির বেগে ছুটে যায় নক্ষত্রের দিকে
গোধূলীর আলো নিভে এলে পরে
                    হলুদ পাতারা ঝরে যায় ধীরে ধীরে
একে একে সকলেই ঘরে ফেরে
                              নদী কি ফেরার কথা ভাবে
আমিও নদীর মতো ছুটে যাই
                     জীবন আর মৃত্যুর সঙ্গমের দিকে

তোমার কথা ভাবতে আমি
নদীর কাছে এসে একা বসেছিলাম
নদী আমায় অলীক সুখের গল্প বলে বশ করেছে