বসন্ত পঞ্চমী
শংকর ব্রহ্ম
শীতকাল এলে
আমার খুব সরস্বতী-পুজোর দিনটার কথা মনে পড়ে।
মনে পড়ে ভোরে উঠে বাগান থেকে ফুল তুলে,
তারপর কাঁচাহলুদ বাটা তেল গায়ে মেখে শীতল জলে স্নান
আহা কী মজার শিহরণ,
হি হি করে কাঁপতে কাঁপতে স্কুল-ড্রেস পরে,
অঞ্জলি দিতে স্কুলে দৌড় . . . .
সেখানে অঞ্জলি দিয়ে বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোর,
এতদিন কুল খাওয়া বারণ ছিল
কুল খেয়ে স্বাধীনতা নির্বাহ।
তারপর বাড়ি ফিরে, মা বাবাকে প্রণাম সেরে,
দিনটা আনন্দে সমাপন।