বসন্ত বিষাদ
শংকর ব্রহ্ম
১.
ভালবাসা পেতে গেলে আগে ভালবাসতে হয়
এ'কথা অনেকেই জানে নিশ্চয়ই
তাই ভালবাসার ছলে কেউ মিথ্যে কথা বলে
করে সুচতুর অভিনয়
পশু পাখি ছলনা জানে না তাই কোন মিথ্যে বলে না
মানুষ ছলনা জানে প্রয়োজনে কত মিথ্যে বলে
২.
ভালবাসতে গেলে অর্থ নয় খ্যাতি নয়
চাই শুধু একটা বিশ্বস্ত মন
সেই ধন থাকে না সবার
তাই সোনার সংসার হয় ছারখার হয় দুঃখময়
৩.
এইসব জেনে বুঝে আমি তো ছিলাম স্বপ্ন-সুখে
ভেবেছিলাম তুমি বর্ষা হয়ে ঝাঁপিয়ে পড়বে বুকে
হঠাৎ কোথায় যে হারিয়ে গেলে
তাই দুঃখ ব্যথা ঢেউ তাই তোলে শূন্য বুকে।