বানপ্রস্থ
শংকর ব্রহ্ম
ষাট পেরিয়েছে?বন্ধু আমার
তবে চল যাই বনে
বহুকাল ছিল সংসার প্রিয় এবার না হয়
কাটুক সময়, বনের গহনে ঘন নির্জনে
এতকাল গেছে জড়িয়ে মায়ায়
বাকিটা সময় না হয় কাটবে বৃক্ষ ছায়ায়
আজও যদি কেউ বাড়ি গাড়ী চায়
তোমার কি তাতে
মাধুকরী করে যদি দিন যায় নুন আর ভাতে
আনমনে হাঁটি বনপথে একা নির্জনে
না হয় হারাই ঘন আঁধারে চলো চলে যাই বনে
এই কথা শুনে শেষে, বলল বন্ধু হেসে
একান্ত ভালবেসে
বন কোথা পাবে বলো?বন নেই আর বনে
বন কেটে সব বসতি গড়েছে জোড়ে
বনের পশুরা দেখ আজ সব শহরেই বাস করে