বক্ররেখা
শংকর ব্রহ্ম
১).
কবিতার কাছে কবি কিছু আর করে না প্রত্যাশা
কবিতা কবির মনের গোপন ভালোবাসা
গোপন প্রেমের কাছে কোন প্রত্যাশা থাকে না
কবিতার কাছেও কবি কোন প্রত্যাশা রাখে না
২).
সকলেই খুঁজে মরে সুখের জীবন
কবিরা তো খুঁজে ফেরে মানুষের মন
৩).
অভিনেতা অভিনয় করে পর্দার ওপারে
আর নেতারা অভিনয় করে মঞ্চের উপরে
সকলেই মন নিয়ে করে অভিনয়
কেউ আবার অভিনয় মন দিয়ে সয়
কবিরাও করে অভিনয় বেশী আর কম
বুকে যার আছে যত দম