বাগানের ফুল - ২.
শংকর ব্রহ্ম
দেখেছি বাগানে ফুটেছে ফুল কত মানুষের মতো
সব ফুল লাগে না তো দেবতা-পূজায়
কিছু ফুল অকারণ ঝরে যায়
পড়ে থাকে গাছের তলায় হেলায়-ফেলায়।
যে সব মানুষ একান্তে নিজেকে বিলায়
নিজেকে নিঃশেষ করে দেয় মানব-সেবায়
আমরা তাদের বলি মানব মহান
আমাদের অনেকেরই নেই কোন মান
নেই কোন হুঁশ
কবে যে সকলে হব সফল মানুষ
কাটে শুধু ভুবনের তার প্রতীক্ষায়।
বাগানে ফুটেছে ফুল কত একেবারে মানুষেরই মতো।