বাগানের ফুল - ১.
শংকর ব্রহ্ম
বাগানে ফুটেছে ফুল কত
তুমি আর যেয়ো না সেখানে শুধু
বাগানের ফুল ভেবে যদি
মৌমাছি খেতে চায় মধু?
তোমার কাছে চাই না কিছুই চাই না ছুঁতে দেহ
এই ব্যাপারে মনে কোন রেখো না সন্দেহ
ভালবাসা আমার কাছে পান্তা ভাতে ঘি
এর বেশী আর তোমার কাছে চাইব বল কি?
যখন বাগানে ফুটেছে ফুল যেয়ো না তুমি ধারে,
বাগানের ফুল ভেবে মৌমাছি মধু খেতে পারে
তোমাকে দেবার মতো একটি শুধু হৃদয় আছে
তুমি সেটাই আপন করে রাখতে পার কাছে।