বাধা
শংকর ব্রহ্ম

এক).

                                 পেটাতে পেটাতে
নিজের ঢাক ফেটে গেলে পরে,
                                অভ্যাস ছাড়ি না,
অন্যের ঢাক পেটাতে থাকি
                              নিজের মনে করে,
ঢাকি বাড়ি না?

দুই).

এখনও পাখির ডাকে ঘুম ভাঙে ভোরে
এখনও সকাল এসে
                     আমার এ' মন ভাল করে,
আমরা বদলাই যত দ্রুত,
                   প্রকৃতি বদলায় ততো ধীরে।

তিন).

যদি ভাব,কাউকেই কিছু না বলে
                            চুপ করে থাকাটাই শ্রেয়
তবু,প্রাণের আনন্দে তুমি
                       মন খুলে গান গেয়ে যেয়ো।    
তাতেই দুঃখ ক্ষোভ হয়ে যাবে দূর
  সামনে বাধা হয়ে যতই না দাঁড়াক অসুর।