আত্ম-বীক্ষণ
শংকর ব্রহ্ম


আমার আর মৃত্যুর মাঝখানে
দূরত্ব মাত্র দেড় হাত
এই তীক্ষ্ণ রমণীয় ভাবনাটা
বেশীক্ষণ চিন্তা করলে
একটা কঠিন হীমশীতল স্রোত
বয়ে যায় মেরুদন্ডের ভিতরে।
বুকের ভিতরে একটা কষ্ট
বারেবারে ঢুকে পড়ে।
                            
দিনের বেলা কাজের চাপে
         রাত্রিবেলা ঘুমের উষ্ণ তাপে
ভাবনাটার গুরুত্বটা কমে থাকে ঠিকই
     না হলে কী যে হতো বলা যায় না।