অতীত আর বর্তমান
শংকর ব্রহ্ম
২০২৪ নাকি বর্তমান
এখন তোমাকে ঘিরে বিষাদের গাঢ় কুহেলিকা
আমি আর এগোতে পারি না,
শীতের কুয়াশা এসে সামনে দাঁড়ায়।
যা ঘটে,তা ঘটে যায় মুহূর্তের দোলাচলে,
যেন কোন ভূমিকম্প তোমার আমার প্রেম,
প্রেম নাকি অঘটন বলা যায় তাকে?
সেই ভাবে ঘটেছিল বলে,
আমি বুঝতে পারিনি।
২০২৪ (অতীত) আর ২০২৫ (বর্তমান)
দুটি শক্তি কাছাকাছি এলে,
আকর্ষণ ও বিকর্ষণে -
কি কি সব ঘটে যেতে পারে?
আমি বুঝতে পারি না,
কেউ আছে যে ঠিকঠাক বুঝে উঠতে পারে?