আশ্চর্য
শংকর ব্রহ্ম


মানুষের কথা এবার না লিখলেও চলবে
তাদের নিয়ে অনেকেই ভাবছে
আমাকে গাধাদের নিয়ে কিছু লিখতে হবে
কারণ সকলেই তাদের ব্যাপারে নীরব

গাধারা খুব নির্বিরোধী আজ্ঞা ও ভারবাহী
এবং সর্বোপরী প্রতিবাদহীন

গাধা প্রসঙ্গ এলে ভেড়াদের কথা মনে পড়বেই
তাদের সম্পর্কে কিছু বলা উচিত
ইচ্ছে হলে আপনারা কেউ কিছু বলতে পারেন
আমি মন দিয়ে শুনবো

তবে আমি বলব খচ্চরদের কথা
স্বভাবতই আমাদের মধ্যে যাদের বসবাস
জীবনে একটাও খচ্চর দেখেনি
                              এমন মানুষ বিরল
আর আমার আপনার তো প্রতিনিয়তই
                         তাদের সঙ্গে ওঠা বসা
অথচ কি করে যে এতদিন
        তাদের সম্পর্কে নীরব রয়েছি
                          ভাবতে আশ্চর্য লাগে