আশ্চর্য সময়
শংকর ব্রহ্ম


এখন আমার কোন কষ্ট নেই আর
                                জেনে গেছি মৃত্যু সমাগত
সব কষ্ট তুলে দিয়ে তাকে
                             যতদিন আছি নিশ্চিন্তে বাঁচি

এখন আমার কোন দুঃখ নেই আর
                                         সব দুঃখের ভার
তুলে দিয়ে ঘাড়ে তার
                       নিশ্চিন্তে নির্ভার আনন্দেই আছি

এ এক অদ্ভুত সময়
                              যখন দুঃখ কষ্ট ব্যথা ভয়
সব কিছু চলে গিয়ে দূরে হাল্কা হয়ে মন
                               কাটে এক আশ্চর্য সময়