অপেক্ষা - (২).
শংকর ব্রহ্ম
বিধু যখন অস্তগামী ভোরের অপেক্ষায় আমি
সকালবেলা পাখির ডাকে
মনটা কি আর ঘুমিয়ে থাকে?
সমস্তদিন এলোমেলো কোথায় যেন হারিয়ে গেল
সন্ধ্যা এলো এলোচুলে,হয়তো আমার নিজের ভুলে
কি যে হঠাৎ মনে হল তাকে দিলাম হৃদয় তুলে,
বিভাবরী রাগ দেখাল,মুখে মেখে বিষাদ কালো,
বিধু যখন অস্তগামী ভোরের অপেক্ষায় আমি।