অপরাজেয়
শংকর ব্রহ্ম
ডাকিব না প্রিয় দেখিব কেবলই
পরাণ ভরিয়া দু'চোখে
পূজারী যেমন প্রদীপের আলো
ধরে প্রতিমার মুখে
আমিও তেমন মুখখানি তুলে
চুম্বন দেবে অধরে
বুঝিবে তখন ভালবাসি আমি
প্রিয়ারে আমার কি করে
হার মানা হার পরব না আর
আজ এই করেছি পণ
তোমাকে যখন পেয়েছি আর
পেয়েছি অপরাজেয় জীবন