অনুভূতিরাশি - তিন
শংকর ব্রহ্ম
বিষন্নতা, শত্রু হে আমার,ভাল থেকো
আমার জন্য মোটেও কষ্ট পেয়ো না,
তোমার জন্য বুকের ভিতরটা পুড়ে ওঠে
যখন তখন
কাউকেই বলতে পারি না,
তখন নিজের উপর রাগ হয় খুব,
আর সে রাগ গিয়ে পড়ে
পরোক্ষে তোমারই উপর।
তাতে তুমি দুঃখ পাও জানি,
কিন্তু আমার কিছু করার থাকে না আর
বিষন্নতা, শত্রু হে আমার।
কখনও ভুলেও তোমার সঙ্গে
দুর্ব্যবহার করলে ভেবো
সেটা তোমার সঙ্গে করছি না মোটেও,
তোমাকে উপলক্ষ্য করে
করছি নিজেরই সাথে,
শুধু এক অনুরোধ,ভবিষ্যতে যা-ই ঘটুক
তোমার আমার মধ্যে,
কখনও ভুল বুঝো না ভুলেও আমায়,
আর ভুুল বুঝলে, সে দুঃখ রাখার মতো
কোন জায়গা থাকবে না আর,
ভিতরে আমার।
বিষণ্নতা ভালবাসা নিয়ো, শত্রু হে আমার।