অন্তিম স্বাদ
শংকর ব্রহ্ম


চাঁদ তাকে দেখেও,  ডাকে না যে কেন আজ?
এই বোধে অহেতুক
              সান্ধ্য মেঘের বুকে, পড়ে যেন বাজ।
অনেক আকাশ ঘুরে
                মেঘ এসে ঝুঁকে পড়ে
                                     খাদের কিনারে।
এবার মরণ ঝাঁপ দিলে পরে
                 পেয়ে যাবে জীবনের অন্তিম স্বাদ।

দেখ আজ আকাশও
                   থোকা থোকা ঢেকে আছে মেঘে,
এ পাশ ও পাশ থেকে টানের আবেগে
             অন্তিমের দিকে তার যাত্রা হলে শুরু,
বার বার ডাকে তাকে খাদ
মেঘও দেয় দেয় তার ডাকে সাড়া,  
                                      গুরু গুরু গুরু।

অনেক আকাশ ঘুরে
               মেঘ এসে দাঁড়িয়েছে
                                    খাদের কিনারে,
এবার মরণ ঝাঁপ দিলে পরে
               পেয়ে যাবে জীবনের অস্তিম স্বাদ,
জল তো জীবন
                 তাই, ইশারায় ডাকে তাকে খাদ।