অন্তরঙ্গ দৃষ্টি
শংকর ব্রহ্ম
ক).
তুমি কি রাত্রির শেষে
নীরবে ভাসতে ভাসতে এসেছো আবার?
তোমার চুলের কাঁটা পড়ে আছে বিছানায়
স্মৃতি বলতে এইটুকু সার।
ফুলের গন্ধ এসে যদি একবার বসে বিছানায়
আর মন ডুবে যেতে চায় যেন
কোন এক ফুলশয্যায়।
খ).
এই তো সেদিন পড়ল মনে
তোমার কাছে যাওয়ার কথা সংগোপনে,
মনের কথা চেপে রেখে মনে মনে
এবার থেকে বলবো তোমায় খুব গোপনে।
চলো, কোথাও চলো।
কারণ,চোখ তো সবারই থাকে
অন্তরঙ্গ দৃষ্টি থাকে ক'জনার বলো?