অনামিকা - ২.
শংকর ব্রহ্ম
নামটি যে তার অনামিকা
মোটেই নয় সে আলোর শিখা,
দুধ সাদা রঙ না হল তার
কি বা তাতে এলোগেলো?
কালোর ভিতর ঠমক আছে
চুল থাকে তার এলোমেলো।
কথায় যে তার ছুরির ধার
তবুও তো সে প্রমিকা আমার
কথাতে তার কুচিকুচি হই
তবুও যে তার সাথেই রই।
(রই কেননা),সে যে আমায় ভালবাসে
আমার খুশির খবর পেয়ে,
খুশির কারণ জানতে চেয়ে
মুখ লুকিয়ে একলা হাসে।