অমরতা
শংকর ব্রহ্ম


কালের প্রবল স্রোতে মানুষ হারিয়ে যায় একদিন ঠিকই
                কিন্তু মানবতা থেকে যায় তার অমরতা পায়
একটি জীবন হয়তো মৃত্যুর কাছে
                                   সাময়িক হেরে যেতে পারে
অথচ সমগ্র মানব জীবন মৃত্যুকে অবহেলা করে
                 জীবনের জয়গান গেয়ে যায় চিরকাল ধরে।

কিন্তু মানবতা হারায় যদি হীন স্বার্থের কারণে
                               আমাদের জীবন যাপন থেকে
তাহলে মৃত্যুকে তুচ্ছ ভেবে
                         মানুষ আর অমরতা খুঁজবে কোথায়