আজ কেন
শংকর ব্রহ্ম


আজ শুধু একা একা বসে
              কেন যে তোমার কথা
                             বারবার মনে চলে আসে
পৃথিবীর মাটি আর ঘাসে
                       শুনি সেই ধ্বনি
                                        শুধু কানাকানি
হয়তো আমাকে আজ মনে নাই
                                    জানি আমি জানি
আকাশের গায়ে কোন জ্বলে নাই তারা
আঁধার গহ্বর এই পৃথিবীর গভীর অতলে
                         তোমার বুকের ভাষা জ্বলে

আঁধারের এই রাত জানি
            শেষ হবে একদিন
                    যথারীতি পৃথিবীর এক প্রান্তে
জ্বলে উঠবে আলো
                    ভাল  সব ভাল
                                  তবু সেই আলো
                    আঁধারের কতটুকু মুছে দিয়ে
ছুটবে বনের দিকে
            রাতের গহন কাল হয়ে এলে ফিকে

আজ শুধু একা একা
            আঁধার বনের ধারে বসে
                              কেন যেন বারবার
এই সব অবান্তর গূঢ় কথা
                   ধীরে ধীরে মনে চলে আসে