অহংকার
শংকর ব্রহ্ম


আমার রান্না ঘরে পিঁপড়ে,
                           আর শোবার ঘরে আরশুলা,
বাথরুমে শুঁয়োপোকা,
                             এই নিয়ে আমার সংসার,
তবু যার জন্য এত আয়োজন,শুধু অস্থিরতা,
  সেই কবিতা, প্রেয়শী আমার গোপন অহংকার।

বাইরে প্রয়োজনে অপ্রয়োজনে ঘুরছে মানুষজন,
আমি জানলায় বসে থাকি তার প্রতীক্ষায়,
বাতাস আসে,রোদ হাসে,
                          অথচ সে আসে না কিছুতেই
আমার অহংকার দুমড়ে মুচড়ে যেন
                      ভিখিরির হাতের পাত্র হয়ে যায়।