অঘোর
শংকর ব্রহ্ম


          ঘোরে না অঘোরে আছি বোঝা বড় ভার
শিকারী শিকারে এসে হয়েছে শিকার,
মুগ্ধবোধ ব্যাকরণে
         এ কোন বিকার নয়,কারণে বা অকারণে
এ যেন নিয়তি তার
         অঘোরে না ঘোরে আছি বোঝা বড় ভার।

আজকে শিকারী কেন শিকারের কাছে অসহায়
   এবার বেঘোরে বুঝি তার প্রাণটাই চলে যায়।