আধুনিক হবার আশায়
শংকর ব্রহ্ম


আমরা সবাই বদলে যাচ্ছি
                          আধুনিক হবার আশাতে
রীতি রেওয়াজ হারিয়ে ফেলে
                    আদব কায়দা আর ভাষাতে

মা বাপ ডাক উঠেই গেছে
                             মাম্মি পাপার ঠেলাতে
আমরা আধুনিক এক্সপোতে যাই
                     যাই না খুব একটা মেলাতে

কোথায় গেলো রাঙাকাকা
                       বৌঠান ফুলদি মিষ্টি ডাক
মাসি পিসি কাকিমারা সব
                  আজ আন্টি হয়েই বেঁচে থাক

বারো মাসে তেরো পার্বণ
                   খুঁজতে হয় যে বইয়ের পাতায়
সে সব সুখের দিনগুলো আজ
                      হারিয়ে গেছে উদাসীনতায়

কোথায় আজ হারালো সেই
                        হরেক রকম ব্যঞ্জন ঝোল
পিঠেপুলির কথা ভুলে সব
              আজ খাচ্ছি কেক চাউমিন রোল

হারিয়ে গেছে সন্ধ্যাবাতি
                    ঘোমটা আঁচল আর শঙ্খসুর
বাঙালী এখন হারিয়ে গেছে
                         বাংলা থেকে অনেক দূর

বাঙালী আজ কথা বলতে
                        বাংলা ভাষায় লজ্জা পায়  
ব্যাঙ্গমা ব্যঙ্গমী আর ঠাকুরমার ঝুলি
                         জীবন থেকে নেয় বিদায়

মা বাবার হয় না স্থান
                    আজ আমাদের পাশের রুমে
বাধ্য হয়ে থাকেন তারা
                       গিয়ে ওল্ড হোলিডে হোমে  

ছোট পরিবার সুখি পরিবার
                               শুনতে ভালো লাগে
সেই পরিবার গড়তে যে হয়
                                  মা বাবাকে ত্যাগে

একান্নবর্তী পরিবার আজ
                                   ইতিহাসের পাতায়
নিজের অস্তিত্ব ভুলে বাঙালী
                                      কী হারালি হায় !