অবুঝের মতো
শংকর ব্রহ্ম


তোমাকে দেখার পর কতবার ভেবেছি যে মনে -
আকশে দেখব না আর চাঁদ,
অথচ বারবার আকাশের দিকে তাকিয়ে
অবাক বিস্ময়ে ভেবেছি -
চাঁদের অভাবে কী ম্রিয়মান হয়েছে আকাশ,
আমি তো তেমন ভাবে ম্রিয়মান হইনি কখনো
                                             তোমার অভাবে।

তোমাকে ছোঁবার আগে কতবার
                 ভেবেছি যে মনে,
                                          ছোঁবনা তোমাকে -
অথচ দিয়েছি ছুঁয়ে,  না বুঝেই কিছু
                                             অবুঝের মতো,
এর কোন মানে হয়,  বল?

আকাশও জানে না বোধহয়
   চাঁদ ছাড়া তারও দিন চলে যায়,
                                           হেলায় -ফেলায়।