অবুঝ অনুরাগে
শংকর ব্রহ্ম
নিজের সাথে কথা বলি
নিজের পথে একলা চলি
জনসভায় গিয়ে দাঁড়াই
সামনে ঝুঁকে গলা বাড়াই,
মানুষ নামক জটিল জীবের
কঠিন মাথা গুনতে
আর রঙ বেরঙের নানান ভাষণ শুনতে।
ঘরে ফিরে মাথার ভিতর,
কত রকম স্বপ্ন জাগে
ভাল লাগে,ভালই লাগে বেশ তো।
মনের ভিতর পুলক জাগে
নেতার ভাষণ কেমন যেন পানসে লাগে,
তখন আরশি ভাঙি কঠিন রাগে
রঙিন সব স্বপ্নগুলি চুরমার হয়ে কোথায় ভাগে।
নিজের পথে একলা চলি,
নিজের মনেই কথা বলি অবুঝ অনুরাগে।
☞ শং.ব্র.➤