অবিস্মরণীয়
শংকর ব্রহ্ম

                        
                          আমাদের সকলেরই
কোন কিছু হবার বাসনা
                     উভয়েই উভয়ের কাছেই
আমরা যে হতে চাই  
                          অর্থময় অবিস্মরণীয়
                          
            যতক্ষণ নাম ধরে ডাকিনি তাকে
সে শুধু বস্তু হয়ে ছিল
                                  অন্যকিছু নয়
যখনই ডেকেছি নাম ধরে,
                  কাছে এসে ফুল হয়ে গেছে

            আমাকে ডাকোনি তুমি কোনদিন
নাম ধরে প্রিয়
                           যখনই আপন ভেবে
ডাকবে আমায় কাছাকাছি এসে
আমিও সেদিন তোমার করে ফুল হয়ে যাব