আবিষ্কারে মত্ত আছি
শংকর ব্রহ্ম


একটা বয়সের পর,প্রাকৃতিক নিয়মে
অনেক কিছু না দেখাই ভাল,
                           তাই, চোখে ছানি ধরে।

একটা বয়সের পর,অভ্যাস বদলে
সব কিছু না শোনাই ভাল,
                             তাই,কানে তালা পড়ে।

একটা বয়সের পর,নিজেরই স্বার্থে
কোন কিছু না বলাই ভাল,
তাই কথায় জড়তা আসে, প্রাকৃত নিয়মে।

এইসব কথা সকলেই জানে,
              অথচ অনেকে তারা ছানি কাটে,
বেশী কিছু দেখার আশায় ;
                    আরও কিছু শোনার ইচ্ছায়
কানে তারা মেসিন বসায়।

অথচ বলার জড়তা কাটে,
এমন কিছু আবিষ্কার হয়নি এখনও
আমি সেই আবিষ্কারে মত্ত আছি জেনো।