আধুনিক কবিতা              
শংকর ব্রহ্ম


                                 গীতা পাঠ সাঙ্গ করে,
এখন আমি বঙ্কিমচন্দ্রে মগ্ন
রবীন্দ্রনাথ কোনদিন শেষ হবে না বুঝেই
খাবলা খাবলা খানিকটা গিলে ফেলেছি
সবটা হজম হয়নি এখনও
ব্যবহারিক জীবনে তার প্রয়োগ?
                                      এখনও দূর অস্ত।

তারপর অনেকেই মুগ্ধ করেছে
নাম বলে তাদের আর বিব্রত করব না

মাঝে মাঝে বদ হজমের প্রতিষেধক হিসাবে
আধুনিক কবিতার রস পানে সুস্থতা বোধ করি।