কবিতা
আসছে সুদিন
শংকর ব্রহ্ম
ষাট বছর কাটলো আমার আসছে সুদিন এই না শুনে
কাটছে এখন কষ্টে অতি যাবার বেলার দিন যে গুণে।
এ সব কথা শুনলে এখন কেমন যেন হাসি পায়
তোমার আমার সুদিন যে কার ভাবতে বসে পড়ি দ্বিধায়।
আসছে সুদিন বলেন যারা জেনো তারা লোক ঠকায়
গদি পাবার লোভে তারা তোমার কাছে ভোট চায়।
আসছে সুদিন শুনছি আমি কম পক্ষে ষাট বছর
দলের কথায় ভোট দিয়েছি বুঝিনি কে আপন পর।
আনবে সুদিন বলেন যারা তারা তোমায় চেনেও না
তুমি তাদের চিনতে পার সুদিন তবু আসছে না।