আপনার ভেবে
শংকর ব্রহ্ম


                            আপনার ভেবে কাছে টানি যারে
সে যদি না ভাবিয়া আপন, থাকে শুধু দূরে দূরে
              ভালবাসা তবে, গোপনে কি মরে যাবে না?

গাছে ফুল ফোটে নিজের স্বভাবে
                       মৌমাছি যদি কাছে নাই আসে তবে,
সে ফুল কি হায় অনাদরে ঝরে
                                        ধূলায় মিশিয়া যাবে না?

চাঁদ যদি ভাসে আকাশের বুকে
                            নদী বুঝি তাকে আপনার ভেবে
বুকে টেনে কভু নেবে না?
                           আপন ভাবিয়া যারে কাছে টানি
কি সে তবে আপন হবে না?