আনন্দে থাক
শংকর ব্রহ্ম
খাঁচা কেটে উড়ে গেলে শুক
কবির হয় ভীষণ অসুখ
খুব ভালবাসে তাকে সারি
শুক তাই দিশেহারা ভারি
যাক শুক উড়ে চলে যাক
সে সারির বুক জুড়ে থাক
কবি আজ অসুখে ভুগুক
খুব বেশি আসে না সুযোগ
শুক সারি আনন্দে থাক
কবি যত কষ্টই পাক।